সত্তর বছরের বৃদ্ধ মাকে বার বার ধর্ষণের অভিযোগ উঠল তাঁর ছেলের(৪০) বিরুদ্ধে। ছত্তীসগঢ়ের বেমেতারার ঘটনা। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, প্রায় দিনই মদ্যপ অবস্থায় বাড়িতে আসত তাঁর ছেলে। তাঁকে শারীরিক সম্বন্ধ বানানোর জন্য জোর জবরদস্তি করত। তিনি একবার পালিয়ে গিয়ে বাথরুমেও ঢুকে পড়েন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এ রকম ভাবে বেশ কয়েক দিন চলে। অবশেষে মেয়ের কাছে বিষয়টি জানান ওই বৃদ্ধ মহিলা। তার পরেই ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বিদ্ধার মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
বেমেতারার অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতি সিংহ বলেন, “ওই ব্যক্তি কোনও মানসিক রোগী নন। এক দম সুস্থ। কোনও ভাবেই তাকে রেয়াত করা হবে না। মদ খেয়ে সে মায়ের উপর শারীরিক অত্যাচার করত।”