অবশেষে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমানকে বদলি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিভাগটি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনা করে থাকে।
নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে এই বিভাগে অবস্থানের কারণে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। রোববার এক আদেশে বিতর্কিত ওই কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসে স্থানান্তরিত করা হয়েছে।
নতুন কর্তা হিসেবে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে হিউম্যান রিসোর্সস ডিপার্টমেন্টে-১ এর মহাব্যবস্থাপক আজিজুর রহমানকে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পদায়ন নীতিমালার তোয়াক্কা না করে কাজী ছাইদুর রহমান দুই দশকেরও বেশি সময় ধরে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ব্যাপারে সাবেক গভর্নর আতিউর রহমানের কাছে ব্যাংকের কর্মকর্তারা আপত্তি জানালেও তিনি কর্ণপাত করেননি। এমনকি ছাইদুরকে কয়েকবার বদলির উদ্যোগ নেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। বিপরীতে যুক্তি দেখানো হয় কাজী ছাইদুর রিজার্ভ ব্যববস্থাপনার কাজে বিশেষভাবে অভিজ্ঞ।
কিন্ত মহাব্যবস্থাপকের ‘এত’ অভিজ্ঞতা স্বত্তেও সাইবার অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার সুযোগ নিয়ে গত ফেব্রুয়ারিতে রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি করে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে স্থানান্তরিত করে।
ওই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আতিউর রহমান সরে দাঁড়ান। একইসঙ্গে রিজার্ভের সাথে সংশ্লিষ্ট বিভাগের দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়া হলেও বহাল তবিয়তে ছিলেন ছাইদুর রহমান। অবশেষে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তাকেও বদলি করা হল।
নিয়োগ সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকায় এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
সানবিডি/ঢাকা/আহো