আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আরও কমেছে। উচ্চ চালান চাপ সৃষ্টি করেছে। ঐতিহ্যগতভাবে সর্বোচ্চ নির্মাণ মৌসুমে ইস্পাতের চাহিদা দুর্বল হয়েছে। এছাড়া সরকারি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ বিদ্যমান রয়েছে। ফলে শক্ত ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর নিম্নমুখী হয়েছে ২ দশমিক ০৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৮১ দশমিক ৫ ইউয়ান বা ১২৮ ডলার ১০ সেন্টে। গত ২৮ মার্চের পর যা সর্বনিম্ন। সিঙ্গাপুর এক্সচেঞ্জেও দরপতন ঘটেছে।
তিয়ানজিন ভিত্তিক এক বিশ্লেষক বলেন, সাম্প্রতিক সময়ে ইস্পাতের চাহিদা কমেছে। ফলে কঠিন ধাতুটি তৈরির মূল উপকরণ লৌহ আকরিকের বাজারে চাপ পড়েছে। তাতে দর হারিয়েছে।
এম জি