রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের প্রাধ্যক্ষের কক্ষের দরজা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মতিহার হলের গার্ড জসিমউদ্দিন বলেন, ‘বিকেল ৪টার দিকে আমি বাইরে হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। গিয়ে দেখি প্রাধ্যক্ষের কক্ষের দরজার ছিটকনি ভেঙে গেছে। দরজা কে ভেঙেছে তা দেখিনি। পরে পুলিশ এসে দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তবে ওই সময় আমি এই হলের গিয়াসউদ্দিনকে দেখেছি। সঙ্গে আরো একজন ছিলো, তবে তার নাম আমার জানা নেই।’
এই গিয়াসউদ্দিন মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এ বিষয়ে জানতে চাইলে গিয়াসউদ্দিন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। প্রাধ্যক্ষের কক্ষ রাস্তার পাশে। কে বা কারা দরজায় লাথি দিয়ে ভেঙে রেখে গেছে তার দায় ছাত্রলীগ নিবে না।’
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ ড. মু. আলী আসগর বলেন, ‘গার্ড আমাকে ভাঙচুরের ব্যাপারটি জানিয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে ফোন দিলে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
সানবিডি/ঢাকা/অাহো