টানবাজারে পাউন্ডে ৫-১৫ টাকা কমেছে সুতার দাম

আপডেট: ২০২৩-০৪-০৬ ১১:০১:৫৫


নারায়ণগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম পাইকারি সুতার মোকাম টানবাজারে সুতার দাম কমেছে। দুই সপ্তাহের ব্যবধানে সব কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি ৫-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দাম বেশি থাকায় প্রথমে চাহিদা কমেছে, চাহিদা কমায় বর্তমানে দামও কমছে।

তাঁতিরা বলছেন, ঈদ সামনে রেখে প্রায় দুই-আড়াই মাস আগে সুতার চাহিদা ছিল। কারণ ওই সময় তাঁতিরা সুতা নিয়ে কাপড় তৈরি করেছেন। বর্তমানে পোশাক তৈরি কারখানায় কাপড় তৈরি করে বিক্রি করা হচ্ছে। এখন তাঁতে কাপড় উৎপাদন সেভাবে হচ্ছে না। এসব কারণেই সুতার দাম কমতির দিকে।

বাজার ঘুরে দেখা যায়, ১০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ৪০-৭০ টাকা পাউন্ড, যা দুই সপ্তাহ আগে ছিল ৪৬-৮০ টাকা। সে হিসাবে দাম কমেছে প্রায় ৬-১০ টাকা।

২০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ৭০-৮০ টাকা দরে, যা ১০-১২ দিন আগে ছিল ৮০-৯০ টাকা। সে হিসাবে দাম কমেছে পাউন্ডপ্রতি ১০ টাকা। ২৪, ২৬, ২৮, ৩০, কাউন্টের এক্সপোর্ট কোয়ালিটির সুতা প্রকারভেদে বেচাকেনা হচ্ছে ১২৭-১৩৮ টাকা পাউন্ড, যা গত সপ্তাহে ছিল ১৩০-১৪০ টাকা। সে হিসাবে দাম কমেছে ৩-৪ টাকা।

৪০ কাউন্টের সুতার বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে (বাইন) ১৭০-১৮০ টাকা দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ১৮০-১৮৫ টাকা। সুতার দাম কমেছে পাউন্ডপ্রতি ১০ টাকা। ৪০ কাউন্টের (টানা) সুতার বর্তমান বাজারমূল্য ১৮৫-১৯৫ টাকা পাউন্ড, যা দুই সপ্তাহ আগে ছিল ১৯৫-২০৫ টাকা। সে হিসাবে দাম কমেছে ১০ টাকা।

৫০ কাউন্টের সুতা ২০০-২১৮ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ২১৮-২২৮ টাকা। দাম কমেছে ১৮-২০ টাকা।

৬০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি প্রকারভেদে ১৯০-২২০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২১০-২৪০ টাকা। দাম কমেছে ২০ টাকা।

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা জানান, দুই সপ্তাহের ব্যবধানে টানবাজারে সুতার দাম প্রকারভেদে পাউন্ডপ্রতি দাম কমেছে ৫-২০ টাকা। বিশেষ করে এক্সপোর্ট কোয়ালিটির সুতার দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

এনজে