ছোট্ট শিশুকে একটু কোলে নিয়ে আদর করতে চান সবাই। আর এ কাজটি বেশি করে থাকেন নারীরাই। কিন্তু সেই শিশুটি যদি হয় অন্য কারও ৪৬ বছর বয়সী স্বামী তাহলে? যুক্তরাজ্যের ব্যবসায়ী মিশেল মোন তার এমন 'খুদে' ভক্তকে কোলে নিয়ে আদর করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন।
ভিয়েতনামে এক উদ্যোক্তা সম্মেলনে প্রায় তিন হাজার মানুষের সামনে বক্তৃতা দিচ্ছিলেন মিশেল। এমন সময় দর্শক সারি থেকে ফুল হাতে মঞ্চে আসেন দেখতে ছোট্ট ওই ব্যক্তি। আর মিশেলও তার হাত থেকে ফুল নেন। ছয় বছর বয়সী শিশু ভেবে ৪৬ বছর বয়সী ওই ব্যক্তিকে কোলে নিয়ে কয়েকটা সেলফিও তুলে ফেলেন তিনি।
এরপর শুরু হলো বিপত্তি ও বিব্রত হওয়ার পালা। সামনের আসনে বসা এক নারী আচমকা দাঁড়িয়ে মিশেলের উদ্দেশে চিৎকার করে বলেন, 'ওকে কোল থেকে নামিয়ে দিন, আমি ওর স্ত্রী।' অমনি বিমর্ষ হয়ে গেলেন মিশেল। আর হলজুড়ে হাসির রোল। শনিবার মিশেল নিজেই তার টুইটারে ৪৬ বছর বয়সী ওই 'খুদে' মানুষকে কোলে নেয়ার ছবি দিয়ে বিব্রতকর এই পরিস্থিতির কথা জানান। তিনি বলেন, 'খুবই বিব্রতকর পরিস্থিতি।
তাকে ছয় বছরের শিশু ভেবে কোলে তুলে নিয়েছিলাম। কিন্তু তিনি একজন পরিপূর্ণ মানুষ।' মিশেল বলেন, এ ঘটনার পর ওই ব্যক্তি চুপচাপ ছিলেন। তার কোনো বিকার ছিল না। আর পুরো হল রুমে হাসির রোল পড়ে গিয়েছিল। অবশ্য তিনি বলেন, 'আমার সন্দেহ হয়েছিল। কারণ, ওই ব্যক্তির দাঁতগুলো নিকোটিন নেয়ার কারণে গাঢ় হলুদ হয়েছিল।' যদিও ততক্ষণে যা ঘটার ঘটে গেছে।
সানবিডি/ঢাকা/এসএস