আবারও বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৬ ১৯:১০:৫৭

চুক্তিতে আরও এক বছর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান থাকছেন এবিএম আজাদ।
সচিব পদমর্যাদার কর্মকর্তা আজাদকে এক বছরের জন্য বিপিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদের আগামী ১৩ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। এজন্য তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওএসডি) করা হয়। এখন তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত শর্তে আগামী ১৪ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এ চুক্তির মেয়াদ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










