এশিয়ায় ৪ শতাংশ বেড়েছে জ্বালানি তেল আমদানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-০৮ ১০:০৮:৩২
এশিয়ার দেশগুলোতে গত মাসে জ্বালানি তেলের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন ও ভারতের আমদানি বৃদ্ধি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাজারে। মার্চে মোট আমদানি ছিল ১১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টন। গড়ে দৈনিক ২ কোটি ৭৬ লাখ ব্যারেলের সমান। আমদানির এ পরিমাণ ফেব্রুয়ারির মোট আমদানির তুলনায় ৪ শতাংশ বেশি। খবর রয়টার্স।
এ বিষয়ে রেফিনিটিভ অয়েল রিসার্চের প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের মোট আমদানি ছিল ১১ কোটি ২৩ লাখ ২০ হাজার টন। দৈনিক ভিত্তিতে মার্চে ৬ দশমিক ১ শতাংশ কমেছে আমদানি। ফেব্রুয়ারিতে দৈনিক ভিত্তিতে যার পরিমাণ ছিল ২ কোটি ৯৪ লাখ ব্যারেল। বিপরীতে জানুয়ারিতে দৈনিক ভিত্তিতে উৎপাদন ছিল ২ কোটি ৯১ লাখ ৩০ হাজার ব্যারেল।
২০২৩ সালের প্রথম প্রান্তিকের আমদানি ২০২২ সালের প্রথম প্রান্তিকের চেয়ে শক্তিশালী অবস্থানে। মার্চে দৈনিক আমদানি সূচক তুলনামূলক কম হলেও এশিয়ার জ্বালানি তেল আমদানিতে এটি গুরুত্বপূর্ণ সূচনাকে ইঙ্গিত করে। চলতি বছরের প্রথম প্রান্তিকেই আমদানি দৈনিক ভিত্তিতে ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ব্যারেলে পৌঁছেছে। গত বছরের শেষ প্রান্তিকের চেয়ে যা ৬ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২২ সালে দৈনিক ভিত্তিতে আমদানি ছিল ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ব্যারেল।
চীনে মার্চের আমদানি ছিল গত চার মাসের তুলনায় সর্বোচ্চ। ৪ কোটি ৯২ লাখ ৬০ হাজার টন, যা দৈনিক ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার ব্যারেল। ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ১ কোটি ৬ লাখ ৬০ হাজার ব্যারেল। অর্থাৎ ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১০ লাখ ব্যারেল বেশি আমদানি হয়েছে।
গত বছরের শেষ দিকে চীন নভেল করোনাভাইরাস-পরবর্তী নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। গতি পায় অর্থনৈতিক কার্যক্রম, যা প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাজারে। উল্লেখ্য, তেলের আমদানিতে শীর্ষ দেশ চীন। সৌদি আরব চীনের শীর্ষ সরবরাহকারী দেশ। দেশটির চীনে জ্বালানি তেল সরবরাহের পরিমাণ ৮০ লাখ ৮০ হাজার ব্যারেল, যা চীনের মোট আমদানির ১৬ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে রাশিয়ার সরবরাহকৃত জ্বালানি তেলের পরিমাণ ৭৯ লাখ ৫০ হাজার ব্যারেল, যা চীনের মোট আমদানীকৃত জ্বালানি তেলের ১৬ দশমিক ১ শতাংশ। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে চীনের জ্বালানি তেলের বাজারে প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতিতে পৌঁছেছে সৌদি আরব ও রাশিয়া। বিশেষ করে এশিয়ার দেশগুলোয় রাশিয়া বিশেষ ছাড়ে তেল সরবরাহ করতে শুরু করেছে।
এনজে