সৌদি আরবে ৩০ শতাংশের বেশি কমেছে ইস্পাতের দাম। এর কারণ হিসেবে রিয়েল এস্টেটে ঋণ কমে আসা ও উচ্চ সুদহারের কথা বলা হচ্ছে। তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ইস্পাতের মূল্যহ্রাস ঠিকাদার ও নির্মাতাদের জন্য একটি ভালো খবর। এটি নির্মাণ খাতকে এগিয়ে নিতে কাজ করবে। খবর রয়টার্স।
এ বিষয়ে আরবি ভাষার দৈনিক আল -মাদিনা বাজার সূত্রের বরাত দিয়ে বলছে, বৃহত্তম আরব অর্থনীতিতে বেশির ভাগ ইস্পাত পণ্যের দাম এপ্রিলে তীব্রভাবে কমেছে। এর মধ্যে সাবিক স্টিল সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। চলতি বছর এপ্রিলে প্রতি টন ১ হাজার ৩৩৬ সৌদি রিয়াল কমে ২ হাজার ৮০৬ সৌদি রিয়াল দাঁড়িয়েছে। ২০২২ সালের এপ্রিলে যেটি ছিল ৪ হাজার ১৪২ সৌদি রিয়াল।
জেদ্দা চেম্বার অব কমার্সের ঠিকাদার কমিটির প্রধান রায়েদ আল ওকাইল্কি বলেন, ‘ইস্পাতের মূল্য কমায় ডেভেলপার ও নির্মাতাদের জন্য একটি ভালো সুযোগ। এটি নির্মাণ বাজারকে পুনরুজ্জীবিত করবে। কারণ ইস্পাত ভবন নির্মাণের জন্য মূল উপাদান।’
আরেকটি শিল্প সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ সুদহার ও বিশ্ব অর্থনীতির ধীরগতির কারণে ২০২৩ সালের শুরু থেকে ইস্পাতের দাম ক্রমাগতভাবে কমেছে।
সৌদির একটি স্টিল কোম্পানির সেলস ম্যানেজার নাবিল আল-হালাবি বলেন, ‘এটি সৌদি আরবের নির্মাণ খাতকে অনেকাংশে উপকৃত করবে। আমরা আশা করছি, আগামী মাসেও দাম তুলনামূলকভাবে কম থাকবে।’
এনজে