আউন্সে ২ হাজার ডলার ছাড়ালো স্বর্ণের দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৮ ১৫:১৪:২৯


বিদায়ী সপ্তাহে বিশ্ববাজারে  মূল্যবান ধাতু স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। এতে এক আউন্স স্বর্ণের দাম দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। এক বছরের বেশি সময় পর স্বর্ণের আউন্স দুই হাজার ডলারের ওপরে উঠলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধার পর গত বছরের মার্চে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার ডলার ছাড়িয়েছিল। এরপর এই প্রথম দামি এই ধাতুটির দাম আবার দুই হাজার ডলার স্পর্শ করলো।

তথ্য পর্যালোনায় দেখা যায়, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৯৮০ ডলার। সেখান থেকে সপ্তাহের প্রথম কার্যদিবস ৩ এপ্রিল লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৯৫০ ডলারে নেমে যায়।

অবশ্য এই দরপতনের পর ওই দিনই ঘুরে দাঁড়ায় স্বর্ণ। ৩ এপ্রিল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯৯০ ডলারে উঠে যায়। পরের কার্যদিবস ৪ এপ্রিল তা আরও বেড়ে ২ হাজার ২৪ ডলারে ওঠে। পরের কার্যদিবস ৫ এপ্রিলও স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে ৫ এপ্রিল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৩২ ডলারে উঠে যায়।

এনজে