মেসির ঝলকে জয়ে ফিরল পিএসজি
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০৯ ০৯:৫৩:০০

গত সপ্তাহেই পিএসজির দর্শকরা দুয়ো দিয়েছিল মেসিকে। অথচ দলের দুঃসময়ে আর্জেন্টাইন তারকাই ত্রাতা হয়ে এসেছে। নিসের মাঠে মেসি গোল করলেন ও গোল করালেন। তাতে নিসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানে ফের ৬ পয়েন্টে লিড নিলো পিএসজি। রেনে ও লির কাছে টানা দুই ম্যাচে হারের পর জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নেবার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। গোল শোধ করার লড়াই করলেও গোলের দেখা পায়নি নিস, বিশেষ করে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে পিএসজিকে ব্যাস্ত করে রেখেছে তারা।
দলটির এই হারে ফরাসি লিগ ওয়ানে টানা দুই হারের পর জয়ে ফিরল প্যারিস জায়ান্টরা। নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রামোস।
এই জয়ে লিগ শিরোপা দৌড়েও ভালোমতো টিকে থাকল মেসির দল। ৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯, দ্বিতীয় স্থানে থাকা লাস ৬ পয়েন্ট পেছনে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












