আর মাস দুয়েক বাদেই ঈদ। দেশের সবচেয়ে বড় উৎসবকে কেন্দ্র করে ছবি মুক্তি দেয়ার লড়াই পুরনো কাসুন্দি। কে কার আগে এ লড়াইয়ে শামিল হবেন এ নিয়ে এরইমধ্যে ফিল্মিপাড়ায় আলোচনা জমে উঠেছে। হিসাব-নিকাশ শুরু করেছেন পরিচালক, প্রযোজক ও বুকিং এজেন্টরা। গেল কয়েক বছর ধরে ঈদ মানেই শাকিব খান- এমন সমীকরণ বিরাজ করছে চিত্রাঙ্গনে। মাঝে দুই ঈদে অনন্ত জলিল তার ছবি নিয়ে লড়াইয়ে শামিল হলেও গেল দুই বছর তিনি ছবিশূন্য।
নতুন ছবির ঘোষণা দিয়েও নির্মাণ কাজে দেরি করছেন। ফলে শাকিব খানের জন্য মাঠ একেবারেই খালি বলা চলে। শাকিবকে নিয়ে যেসব নির্মাতা বা প্রযোজক ছবি নির্মাণ করছেন তারা চেষ্টা করছেন নির্মাণাধীন ছবিগুলোর কাজ দ্রুত শেষ করে সেন্সরে জমা দিতে। যাতে ঈদের লড়াইয়ে শামিল হতে পারেন। জানা গেছে, এবারের ঈদে শাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তির জন্য লড়াইয়ে শামিল হচ্ছে।
এরমধ্যে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র ঈদ যাত্রা অনেকটা নিশ্চিত বলা চলে। শাকিব অভিনীত ‘রাজনীতি’ ও ‘পাঙ্কু জামাই’ নামে আরও দুটি ছবি ঈদে মুক্তির বাহাস করলেও শেষ পর্যন্ত টিকে থাকার রসদ ছবিগুলোর নির্মাতাদের মধ্যে নেই বলেই অনেকের ধারণা। অন্যদিকে ঈদে মুক্তির জন্য ‘বাদশা’ নামের আরও একটি ছবির বিশেষ প্রস্তুতি চলছে। এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিৎ।এ ছবিটিও যৌথ প্রযোজনায় নির্মিত। যদিও শিকারী এবং বাদশা দুটি ছবিই বাংলাদেশী বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজের অর্থে নির্মিত।
প্রতিষ্ঠানটি একই সময় দুটি ছবির মুক্তি দিয়ে রিস্ক নিতে চাইবে কি না সেটাও প্রশ্নসাপেক্ষ। পাশাপাশি বাপ্পি সাহা অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ নামের আরও একটি ছবি ঈদে নাক গলানোর চেষ্টা করছে। সম্ভব হবে কি না সেটা স্পষ্ট না হলেও যদি শেষ পর্যন্ত ‘সুলতানা বিবিয়ানা’ লড়াইয়ে টিকে থাকতে পারে তবে এবারের ঈদ শাকিবের জন্য কিছুটা দুশ্চিন্তা বয়ে নিয়ে আসতে পারে। তবে ‘বাদশা’ যদি না আসে তাহলে ঈদে রাজত্বের ব্যাপারে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে এখনই ঘুমিয়ে পড়তে পারেন শাকিব খান। চলচ্চিত্রের কৌশলী রাজনীতিতে শেষ পর্যন্ত কী ঘটে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।
সানবিডি/ঢাকা/এসএস