বিশ্ববাজারে ১ শতাংশ কমেছে স্বর্ণের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১১ ০৯:২২:১০
বিশ্ববাজারে ১ শতাংশেরও বেশি বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। সোমবার প্রতি আউন্সের মূল্য ২ হাজার ডলারের নিচে নেমে যায়। যুক্তরাষ্ট্রে চাকরির বাজারসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরই মূল্যবান ধাতুটির দাম নিম্নমুখী হয়ে ওঠে। ওই প্রতিবেদনে শ্রমবাজারে সংকোচনের তথ্য উঠে এসেছে। অর্থাৎ দেশটিতে কর্মসংস্থান বেশি কিন্তু সে অনুপাতে শ্রমশক্তি নেই। এটি মূলত বেকারত্বের হার কমে যাওয়াকেই নির্দেশ করছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মে মাসে আবারো সুদের হার বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৯২ ডলার ৯৭ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭ ডলার ৮০ সেন্ট।
জিওজিট ফাইন্যান্সিয়াল সার্ভিসের পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান হারিস ভি বলেন, ‘যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধি ও ডলারের স্থিতিশীল বিনিময় মূল্য আবারো সুদের হার বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তাদের মুনাফা তুলে নেয়ার প্রয়াস চালাচ্ছেন। মূলত এ কারণেই স্বর্ণের দাম কমেছে।’
এনজে