ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। কিন্তু নিজেই বিয়ে করে বসলেন পাত্রের বাবা! শুনতে অবাক লাগলেও সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে সৌদি প্রদেশের জাজানে। ঘটনাটি ঠিক কী?
পাত্র এতে রেগে গিয়ে চিত্কার জুড়ে দেন। মেয়েকে এতটাই পছন্দ হয় যে, তিনি ওখানেই বিয়ে করবেন বলে জেদ করতে থাকেন। তখন পাত্রের বাবা পাত্রীর মায়ের কাছে অনুনয়-বিনয় করতে থাকেন। অবশেষে তিনি বলে বসেন, আপত্তি না থাকলে পাত্রীর বড় বোনকে তিনি বিয়ে করবেন।
এতেই রাজি হয়ে যান পাত্রী-পক্ষ। শেষ পর্যন্ত বড় বোনকে বিয়ে করেন বাবা আর ছোট বোনকে বিয়ে করেন ছেলে! এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
সানবিডি/ঢাকা/আহো