জিডিটি নিলামে ৪.৭ শতাংশ কমেছে দুগ্ধপণ্যের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১২ ০৯:৫২:০৪
গ্লোবাল ডেইরি ট্রেডে (জিডিটি) চলতি মাসের প্রথম নিলামে অপ্রত্যাশিতভাবে ৪ দশমিক ৭ কমেছে দুগ্ধপণ্যের দাম। এর আগের মাসে কমেছিল ২ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে টানা চার নিলামে নিম্নমুখী এসব পণ্যের দর। এবারের নিলামে দুগ্ধপণ্যের দাম কমে আড়াই বছরের সর্বনিম্নে নেমেছে। এর প্রধান কারণ চীনে আমদানি কমে যাওয়া।
এবারের নিলামে দুগ্ধপণ্যের গড় মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৩ হাজার ২২৭ ডলার। সর্বোচ্চ সরবরাহ করা হয়েছে ২৬ হাজার ৬৯৫ টন। এর মধ্যে বিক্রি হয়েছে ২৩ হাজার ৮২৮ টন। নিলামে ১৩৮ জন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে জয়ী হয়েছে ১১৭ জন।
নিলামে প্রস্তাবিত পণ্যগুলোর মধ্যে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম সর্বাধিক কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৭৩৬ ডলার, যা এর আগের নিলামের চেয়ে ৭ দশমিক ২ শতাংশ কম।
ননিযুক্ত গুঁড়ো দুধের দাম আগের নিলামের চেয়ে ৫ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৫৩ ডলার। ননিবিহীন গুঁড়ো দুধের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৫৭৯ ডলারে স্থির হয়েছে।
এনজে