গ্রেড-১ কর্মকর্তা আলি কদর অবসরে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১২ ১১:০৬:২০

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন গ্রেড-১ কর্মকর্তা মো. আলি কদর। সবশেষ তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলি কদরকে ৭ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
এদিকে গতবছরের ২৭ ফেব্রুয়ারি তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। সেসময় তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। এরপর আগে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের (ডিজি) ছিলেন মো. আলি কদর।
প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










