সংযুক্ত আরব আমিরাতে বিয়ে করতে গেলে পড়তে হয় বিপাকে। দেনমহর হিসেবে গুণতে হয় লাখ লাখ টাকা। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই বিয়ে করতে পারে না। তবে সম্পূর্ণ ব্যতিক্রম ছয় কন্যাসন্তানের এই আমিরাতি জনক।
কন্যাদের দেনমহর হিসেবে জামাতাদের কাছে তার দাবি- এক কাপ অ্যারাবিয়ান কফি ও একটি খেজুর। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল প্রচারিত এক পোস্টে বলা হয়, বরদের ওপর আর্থিক বোঝা কমাতে এই উদ্যোগ নিয়েছেন আল-আইন এলাকার ওই ব্যক্তি। তিনি বলেন, আমিরাতে বিয়ের খরচ এতো বেশি যে এতে অনেকে বিয়ে করতে পারে না, অথবা তারা স্থানীয় নন এমন মেয়েদের বিয়ে করেন।
এক রাষ্ট্রীয় ঘোষণায় আমিরাতে প্রয়াত প্রেসিডেন্ট শেখ জায়েদ দেনমহরের পরিমাণ সর্বোচ্চ সোয়া চার লাখ টাকা ধার্য করেন, ডিভোর্সের ক্ষেত্রে গুণতে হবে অতিরিক্ত প্রায় ছয় লাখ ৩৪ হাজার টাকা। তবে অনেক ক্ষেত্রে পরিবারগুলো অনেক বেশি টাকা দেনমহর দিয়ে থাকেন। ক্ষেত্র বিশেষ কেবল দেনমহর হিসেবেই দেড় কোটি টাকারও বেশি দিয়ে থাকে কিছু পরিবার। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানেও ব্যাপক খরচ আরেকটি উদ্বেগের কারণ।
বিয়ে সংক্রান্ত একটি ব্যবসা প্রতিষ্ঠান জানায়, গড়ে প্রতিটি বিয়েতে ৬৪ লাখ ২৭ হাজার টাকার মতো খরচ করে আমিরাতি পরিবারগুলো। এ তুলনায় দেশটিতে থাকা পশ্চিমা প্রবাসীরা বিয়েতে ১৫ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় করেন। প্রসঙ্গত, আমিরাতে থাকা প্রতি ১০ জনের মধ্যে দুজনের কম ব্যক্তি দেশটির নাগরিক।
সানবিডি/ঢাকা/এসএস