সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
দিনেশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়া সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮২ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় ৮০ কোটি ৯৪ লাখ টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ১২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।
দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস