১০০ ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস আসছে নভেম্বরে
আপডেট: ২০২৩-০৪-১৩ ১৪:১৬:১৪

আগামী নভেম্বরে বিআরটিসির বাসবহরে একশ ইলেকট্রনিক এসি ডাবল ডেকার বাস যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে ৮০টি রাজধানীতে, বাকি ২০টি চট্টগ্রামে নামানো হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর ৩২০ মিটার স্টিল আর্ট সেতু নির্মাণের পরামর্শ সেবা প্রতিষ্ঠান নিয়োগ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ১০০ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন। এর আগেও প্রধানমন্ত্রী একশ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।
ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পে বাংলাদেশ সরকার (জিওবি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) অর্থায়ন করবে। কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পরামর্শক সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এলইএ অ্যাসোসিয়েশন সাউথ এশিয়া লিমিটেড এবং দক্ষিণ কোরিয়ার ইয়ংমা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













