জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, কাউন্সিলের মাধ্যমে আবার জাপা জেগে উঠবে। ২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা ৩৫টি ইউপিতে জয়লাভ করেছি। বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না; ভবিষ্যতে থাকবেও না।
সোমবার গুলশানে আগামী ১৪ মে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য জাপার ৮ম জাতীয় সম্মেলনের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘তোমরা নিজের দলের ব্যাপারে খোঁজখবর রাখো না। এটা ঠিক না। তোমাদেরকে অবশ্যই দলের ভালো-মন্দের খোঁজখবর রাখতে হবে।
তিনি আরো বলেন, ২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা ৩৫টি ইউপিতে জয়লাভ করেছি। বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না; ভবিষ্যতে থাকবেও না।
এরশাদ বলেন, সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি আবার জেগে উঠবে। এ সম্মেলন হবে সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ। সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।
এসময় বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এভাবে নির্বাচন চলতে পারে না। পৃথিবীর অধিকাংশ দেশে ভোটাররা ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় দলকে। এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নির্বাচনী সহিংসতা হবে না।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও সাইদুর রহমান টেপা।