জনতা ব্যাংকের নতুন এমডি ও সিইও আব্দুল জব্বার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১৩ ১৯:৪৩:৪৮

জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ পেয়েছেন মোঃ আব্দুল জব্বার। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাঁর নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













