

জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ পেয়েছেন মোঃ আব্দুল জব্বার। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাঁর নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।
এএ