

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দর আরও কমেছে। গত ২২ মাসের মধ্যে যা সবচেয়ে কম। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এশিয়ায় এলএনজির চাহিদা কমেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম অর্থনীতি চীন, জাপান, কোরিয়ায় তা হ্রাস পেয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে।
উত্তর-পূর্ব এশিয়ায় আগামী মে মাসের এলএনজির গড় সরবরাহ মূল্য কমেছে। এ সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম স্থির হয়েছে ১২ ডলারে। আগের সপ্তাহ থেকে যা ৪ শতাংশ কম।
শিল্প-বাণিজ্য সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আসছে জুন মাসের এলএনজির গড় সরবরাহ মূল্যেরও পূর্বাভাস দেয়া হয়েছে। এ মাসে এমএমবিটিইউপ্রতি দর নিষ্পত্তি হতে পারে ১২ ডলার ৫০ সেন্টে।
ট্রিডেন্ট এলএনজির বৈশ্বিক ব্যবসার প্রধান টবি কপসন বলেন, উত্তর এশিয়ায় চাহিদা বেশ কমেছে। এ অঞ্চলের কয়েকটি দেশে মজুত বেড়েছে। স্বাভাবিকভাবেই কার্গো চালান হ্রাস পেয়েছে। ফলে জ্বালানি পণ্যটির বাজার চাপে পড়েছে।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর এলএনজি কেনার দরপত্র আহ্বানের পরিমাণ বেড়েছে। তবু দাম কমছে। চীন, কোরিয়া, জাপানের মতো দেশগুলো ক্রয় না বাড়ালে জ্বালানি পণ্যটির আরও দরপতন ঘটবে।
এএ