ছোটপর্দায় দুজনই তুমুল জনপ্রিয়। কিন্তু আগে কখনো একসঙ্গে অভিনয় করা হয়নি। তবে এবার তাদের দেখা যাবে একটি নাটকে একে অন্যের বিপরীতে। বলছি নিলয় আলমগীর এবং সাবিলা নূরের কথা।
প্রথমবারের মত জুটি বেঁধে তারা অভিনয় করেছেন ‘হেল মেট’ নামের একটি খণ্ড নাটকে। নাটকটি পরিচালনা করেছেন ময়ুউখ বারী।
নাটকটি প্রসঙ্গে সাবিলা বলেন, ‘প্রথমবার নিলয় ভাইয়ের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা। খুব মজা করে শুটিং করছি। আশা করি নাটকটি সকলের কাছে ভালো লাগবে।’
মঙ্গলবার দিনভর রাজধানীর উত্তরায় নাটকটির চিত্রায়ন শুরু হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
সানবিডি/ঢাকা/আহো