কফি রফতানিতে সর্বোচ্চ আয় ভারতের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১৭ ১০:০৮:৩৩
বিদায়ী অর্থবছরে কফি রফতানি থেকে থেকে সর্বোচ্চ পরিমাণ আয় করেছে ভারত। আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১২ কোটি ৬০ লাখ ডলারে। বিশ্লেষকরা জানান, রফতানি আয়ে এমন প্রবৃদ্ধির মূল কারণ বিশ্ববাজারে কফির ঊর্ধ্বমুখী দাম। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ভারতে ২০২২-২৩ অর্থবছর শেষ হয়েছে গত মার্চে। ডলার মূল্যের হিসাবে এ বছর রফতানি এক-দশমাংশ বেড়েছে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ১০৮ কোটি ৮০ লাখ ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। বছর শেষে রফতানি আয় এ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। ২০২১-২২ অর্থবছর রফতানি আয়ের পরিমাণ ছিল ১০২ কোটি ৭০ লাখ ডলার। সে হিসেবেও রফতানি ব্যাপক বেড়েছে।
ভারতের কফি রফতানি এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো বিলিয়ন বা শতকোটি ডলারের গণ্ডি ছাড়িয়েছে। রুপি মূল্যে রফতানি বেড়েছে ১৮ শতাংশ। আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৩৩ কোটি ৩৮ লাখ রুপি। এর আগের বছর যা ছিল ৭ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ রুপি।
এ বিষয়ে ভারতের কফি বোর্ডের দেয়া তথ্যমতে, রফতানি আয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি এলেও রফতানির পরিমাণ কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ভারত ৪ লাখ ১৩ হাজার টন কফি রফতানি করেছিল। কিন্তু ২০২২-২৩ সালে এসে তা ৩ লাখ ৯৮ হাজার টনে নেমে যায়।
এনজে