এবার নিজামীর ফাঁসি প্রসঙ্গে কথা বললেন বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নারসিন। তিনি ফাঁসি, খুনসহ সব ধরণের হত্যার বিরোধী বলে জানান। এছাড়া প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন- তিনি সব অন্যায়ের বিচার চান না। আজ সকালে ফেসবুকে দেয়া আর পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো।
"ফাঁসি জিনিসটাকে আমি পছন্দ করি না। আসলে মৃত্যদণ্ডটাকেই মানি না। চাপাতি চালিয়ে কাউকে খুন করারও ভীষণ বিরোধী আমি। খুনোখুনি ব্যাপারটিই, আমি বিশ্বাস করি, ব্যক্তি, গ্রুপ, রাষ্ট্র, সকলেরই বন্ধ করা উচিত।
আজ বাংলাদেশ ফাঁসি দিলো মতিউর রহমান নিজামি নামের এক যুদ্ধাপরাধীকে। একাত্তরে মানুষ খুন করার শাস্তি ৪৫ বছর পর পেলেন নিজামি।
শেখ হাসিনা দেরিতে হলেও অন্যায়ের বিচার চান। তাই না? হ্যাঁ তাই। তবে মুশকিল হলো, তিনি সব অন্যায়ের বিচার চান না। সব অপরাধীর শাস্তি চান না। কেন তিনি নাস্তিক ব্লগারদের যারা খুন করেছে, ছলে বলে কৌশলে তাদের ক্ষমা করে দিচ্ছেন? তাঁর আচরণের নানা অনুবাদ কানে আসে। সব নাকি পলিটিক্স। ক্ষমতায় থাকার পলিটিক্স। আমার কাছে এই পলিটিক্সটাকে মোটেই ভালো কোনও পলিটিক্স বলে মনে হয় না। যে পলিটিক্স সাধারণ মানুষের নিরাপত্তা দেয়না, শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতির কোনও উন্নতি ঘটায় না, সমাজের কোনও বিবর্তন আনে না, সেই পলিটিক্স নিশ্চিতই কোনও ভালো পলিটিক্স নয়।"