মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমে নয় মাসের সর্বনিম্নে নেমেছে। রফতানিতে ব্যাপক প্রবৃদ্ধির কারণে মজুদে টান পড়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য উঠে আসে।
বর্তমানে মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক। দেশটিতে রফতানি যেমন লাফিয়ে বাড়ছে উৎপাদন তেমন না বেড়ে উল্টো কমছে, যা মজুদ পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। পাম অয়েল বোর্ড জানায়, গত মাসে মালয়েশিয়ায় পণ্যটির মজুদ এর আগের মাসের তুলনায় ২১ দশমিক শূন্য ৮ শতাংশ কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৭০ হাজার টনে।
এ বিষয়ে বোর্ডের দেয়া তথ্যানুয়াযী, গত মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদন এর আগের মাসের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৯০ হাজার টনে। তবে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে।
অন্যদিকে রফতানি এক মাসের ব্যবধানে ৩১ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৯০ হাজার টনে। রমজান মাস উপলক্ষে আমদানিকারকরা আগাম মজুদ করার জন্য গত মাসে পাম অয়েল কেনার পরিমাণ বাড়িয়ে দেয়। এ কারণেই মূলত রফতানিতে উল্লম্ফন দেখা দিয়েছিল। মালয়েশিয়া গত মাসে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকায় রফতানি বাড়াতে সক্ষম হয়েছে।
এনজে