২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এডওয়ার্ডস
প্রকাশ: ২০১৬-০৫-১১ ১৭:৪৯:০৬

ইংল্যান্ডের নারী ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দিয়ে তিনি দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন।
১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শার্লট এডওয়ার্ডসের। এর ১০ বছর পর ইংলিশ নারী দলের অধিনায়ক নির্বাচিত হন তিনি। অবসর ঘোষণার দিন পর্যন্ত তিনি সেই পদের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড নারী দল। দীর্ঘ এই ক্যারিয়ারে ক্রিকেটের তিন ফরম্যাট মিলে ১০ হাজারেরও বেশি রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ইংলিশ ক্রীড়াঙ্গনে ৩৬ বছর বয়সী শার্লট এডওয়ার্ডস অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












