সড়ক দূর্ঘটনায় ইসলামী বিশ্বাবিদ্যলয়ের শিক্ষক প্রফেসর ড: খন্দকার আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর ও তার গাড়ী চালক সেন্টু মল্লিক নিহত হয়েছে। নিহত প্রফেসর ড: খন্দকার আ ন ম আবদুল্লাহ জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যলয়ের আল হাদীস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের জৈষ্ঠ শিক্ষক ।
বিশ্ববিদ্যলয় সুত্রে জানা যায়, আজ বুধবার সকালে প্রফেসর ড: খন্দকার আ ন ম আবদুল্লাহ জাহাঙ্গীর তার নিজস্ব গাড়ীযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্য রওয়ানা দেন। সকাল আটটা দশ মিনিটে দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বাস টার্মিনালের পাশে পাটনান দোয়ালী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা এক পন্যবাহী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত প্রাইভেট কারটি ধুমডে মুচরে যায়। সংঘর্ষের ঘটনাস্থলেই মৃত্যূবরন করেন প্রফেসর ড: খন্দকার আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর ও তার ব্যাক্তিগত গাড়ী চালক সেন্টু মল্লিক। এঘটনায় প্রাইভেট কারে থাকা আসাদুজ্জামান ও বাহাউদ্দীন নামে দুইজন আহত হয়েছে। আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে
এবিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, কাভার্ট ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গাড়ির ড্রাইভারসহ দুজন নিহত ও দুজন আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এবং নিহতদের মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। আর যে কাভার্ট ভ্যনের সাথে সংঘর্ষ হয়েছে সেটাকেও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি।
সানবিডি/ঢাকা/তারিক/এসএস