ভারতে ১১ কোটি ২১ লাখ টন গম উৎপাদনের সম্ভাবনা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১৯ ০৯:২৭:৪৯
আগামী জুলাইয়ে ভারতে ২০২৩-২৪ বিপণন মৌসুম শুরু হতে যাচ্ছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও এ মৌসুমে ১১ কোটি ২১ লাখ ৮০ হাজার টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সরকারি এক প্রাক্কলনে এ তথ্য উঠে এসেছে। খবর দি ইকোনমিক টাইমস।
দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুশ গয়াল বলেন, ‘আমার বিশ্বাস, অপর্যাপ্ত বৃষ্টিপাত সত্ত্বেও এবার গমের বাম্পার ফলন হবে। স্থানীয় বাজারের জন্য আমরা পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পারব। বর্তমানে মূল্যস্ফীতিকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিস্থিতি বিবেচনায় গমের ওপর রফতানি নিষেধাজ্ঞা বহাল রাখা হবে।’
বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ গম উৎপাদক। দেশটি গত বছরের মে মাসে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। স্থানীয় বাজারে গমের আকাশচুম্বী দামে লাগাম টেনে ধরতেই এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
ফুড করপোরেশন অব ইন্ডিয়া দেশটিতে কৃষকের কাছ থেকে গম সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ও কল্যাণ তহবিলে এসব গম কাজে লাগানো হয়। ১ এপ্রিল পর্যন্ত করপোরেশনের গুদামগুলোয় গমের মজুদ ছিল ৮৪ লাখ টন। চলতি অর্থবছরের প্রথম ১০ দিনেই দেশটির সরকার কৃষকের কাছ থেকে ১ কোটি ৩২ লাখ টন গম কিনেছে। এসব গমের বেশির ভাগই এসেছে মধ্যপ্রদেশ থেকে। এ মৌসুমে ৩ কোটি ৪২ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।
এনজে