শখের সাথে প্রতারণা করলো অপূর্ব!

প্রকাশ: ২০১৬-০৫-১১ ১৮:২০:৫৬


Shokh-Apurbo20160511120135আবারো জুটি বেঁধে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও শখ। তাদের দেখা যাবে ‘কাঠ গোলাপের সৌরভ’ নামের একটি টেলিছবিতে। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক।

নাটকে অপূর্ব কাজ করেছেন অভিনেতা হবার স্বপ্নে বিভোর যুবক আদিত্য চরিত্রে। আর শখকে দেখা যাবে অপূর্ব’র বন্ধুর ছোট বোন হিসেবে। জারা নামের মেয়েটি প্রেমে পড়ে প্রতারিত হয় আদিত্যের কাছে।

নাটকের গল্পে দেখা যাবে আদিত্যর জীবনের একমাত্র স্বপ্ন সে বড় অভিনেতা হবে। দেয়ালে দেয়ালে, বিলবোর্ডে, খবরের কাগজে ছবি থাকবে তার। স্বপ্নের বাস্তবায়নের জন্য প্রযোজক, পরিচালকদের পেছনে দিনের পর দিন ঘুরে বেড়ায় কিন্তু কাজ হয় না।

এরইমধ্যে ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়ে বন্ধুর ছোটবোন জারার সাথে। এরপর থেকেই যেন ভাগ্য সুপ্রসন্ন হতে থাকে তার। নাটকে কাজ করার সুযোগ পেয়ে। একের পর এক কাজ করে খ্যাতির শীর্ষে পৌঁছে যায়। ব্যস্ততার কারণে ভালোবাসার মানুষটির কথাও ভুলে যায় সে।

মুখোমুখি হলে জারা জানতে পারে, আদিত্য আসলে সত্যিকার অর্থে জারাকে ভালোবাসেনি। জারার কাছ থেকে সে শিখেছে কিভাবে প্রেমে পড়তে হয়। ঝগড়া করে শিখেছে বিরহের সময়গুলো মানুষের অনুভূতি কেমন হয়।

সব শুনে জারার মাথায় রীতিমত আকাশ ভেঙে পড়ে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘কাঠ গোলাপের সৌরভ’। টেলিছবিটি আগামীকাল বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

সানবিডি/ঢাকা/আহো