সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রেসিডেন্ট হলেন মোস্তফা কামাল

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-১৯ ১৭:১২:০৯


কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছাত্র সংসদের কার্যকরী কমিটির (২০২৩-২৪ সেশন) প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাশ জানান, তিনি ছাড়াও ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স ও অপারেশন) পদে নির্বাচিত হয়েছেন রামীম মুহাম্মাদী, একাডেমিক অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স সৃষ্টি সুমানা নাথ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আব্বাস ফজলে আনভারী ও ইন্ডিজেনাস এনগেজমেন্ট কয়লা বিনোইত।

২০২২-২৩ সেশনেও মোস্তফা কামাল পলাশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়টিতে ১৯০টি দেশ থেকে গ্র্যাজুয়েট ছাত্র সংসদের ৪ হাজার ৫০০ মাস্টার্স ও পিএইচডি ছাত্রছাত্রী রয়েছে। এদিকে ২০১৯ সালে তিনি পুরো বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রনেতার পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

৬ এপ্রিল তিনি কানাডার সাসকাচোয়ান রাজ্যের সবচেয়ে বড় সিটি করপোরেশনের (সাসকাটুন সিটি করপোরেশন) অন্যতম গুরুত্বপূর্ণ পৌর পরিকল্পনা কমিটির উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। তিনি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিটি করপোরেশনকে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে পরামর্শ দেবেন।

মোস্তফা কামাল পলাশ বিশ্ববিদ্যালয়টিতে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক। ইতোমধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে তার পূর্বাভাস প্রায় শতভাগ বাস্তবে পরিণত হয়েছে। আবহাওয়া বিষয়ে পূর্বাভাস দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

এএ