মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে টানা দ্বিতীয় দিনের মতো। এর আগে চারদিন নিম্নমুখী ছিল পণ্যটির বাজার। অন্যান্য প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম বাড়ার কারণেই মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়ে যায়। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে বিশ্লেষকরা জানান, শীর্ষ উৎপাদক দেশ ইন্দোনেশিয়ায় পাম অয়েলের সরবরাহ নিয়ে উদ্বেগ চরম আকার ধারণ করায় মঙ্গলবার পণ্যটি বাজারদর এক লাফে ২ শতাংশের বেশি বেড়ে যায়। পাশাপাশি নিম্নমুখী মজুদ ও মালয়েশিয়ান মুদ্রার বিনিময় মূল্যও দাম বাড়ার ক্ষেত্রে সহায়তা করে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহের জন্য চুক্তি করা প্রতি টন পাম অয়েলের দাম গতকাল দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৮১০ রিঙ্গিতে স্থির হয়েছে।
মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে মালয়েশিয়ায় পণ্যটির মজুদ আগের মাসের তুলনায় ২১ দশমিক শূন্য ৮ শতাংশ কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৭০ হাজার টনে। ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম দশমিক ১৩ শতাংশ এবং পাম অয়েলের দাম ১ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।
বোর্ডের দেয়া তথ্যানুয়াযী, গত মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৯০ হাজার টনে। তবে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে।
এনজে