বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে তিন সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। ডলারের ঊর্ধ্বমুখী বিনিময় ও সুদহার বৃদ্ধির প্রত্যাশা বাজারকে নিম্নমুখী করে তুলেছে। খবর রয়টার্স।
আইসিই ফিউচারসে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮২ ডলারে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ ডলার শূন্য ২ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৮ ডলার ১৪ সেন্ট।
চলতি সপ্তাহের এখন পর্যন্ত ডলারের বিনিময় মূল্য প্রায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। দেড় মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে ডলার। ফলে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমেছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত শুক্রবার জ্বালানি তেলের বাজার শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেয়া পূর্বাভাসে বলা হয়, এ বছর বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দাঁড়াবে দৈনিক ১০ কোটি ১৯ লাখ ব্যারেলে, যা রেকর্ড সর্বোচ্চ। চীনে ব্যাপক হারে ব্যবহার বেড়ে যাওয়া চাহিদা বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করবে।
এনজে