একই জামাই ৭দিন কাটান শাহরুখ!
প্রকাশ: ২০১৬-০৫-১১ ১৯:০৭:৫৯

বলিউডের বাদশা শাহরুখ খান। প্রতি মাসে তার আয় কোটি কোটি টাকা। অনেকেই হয় তো ভাবছেন এতো আয় যে মানুষের তার লাইফস্টাইলটাও অন্যরকম হবে। খুবই বিলাসী জীবনযাপন করবেন শাহরুখ খান। কিন্তু এমনটি যারা ভাবছেন তারা সম্পূর্ণ ভুল ভাবছেন। কেননা খুবই সাদামাটা জীবনযাপন করেন কিং খান।
বলিউডে তার সিনেমা মুক্তি পেলেই একশ কোটির ক্লাবে প্রবেশ করে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মতো একটি দলের মালিকও তিনি।
নিজের লাইফস্টাইল সম্পর্কে শাহরুখ জানান, সাত দিন একই জামা পরেন তিনি। বাইরের খাবার খান না। বাড়িতেই খান এবং একই ধরনের খাবার খান। তিনি শুধুমাত্র তার সন্তানদের ইচ্ছা পূরণ করেন।
সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ জানান, তিনি মানুষকে দিতে ভালবাসেন, নিজের জন্য কিছু কিনতে ভালবাসেন না। তার ব্যক্তিগত কোনও চাহিদাই নেই।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













