‘হাতের আঙুল ৫০টি, পায়েরও ৫০। শুধু তাই নয়, একসঙ্গে ৬টি হৃদয়ের স্পন্দন।’ একসঙ্গে পাঁচ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার আশ্চর্য অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে এভাবেই কথাগুলো বরছিলেন ২৬ বছর বয়সী মা কিম্বারলি টুসি।
গত জানুয়ারিতে তার এই পাঁচ সন্তানের জন্ম হয়েছে। সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জমকালো একটি ছবি শেয়ার করেছেন। মোহনীয় এই ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
‘সারপ্রাইজড বাই ফাইভ’ শিরোনামে ফেসবুকে শেয়ার করা হয়েছে কিমের গর্ভাবস্থা ও তার পাঁচ সন্তানের জন্মের ছবি। দুই সন্তানের মা কিম ও তার স্বামী এর আগে তৃতীয় সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন।
কিম অন্তঃসত্ত্বা হওয়ার পরই জানতে পারেন, তার গর্ভে একটি নয়, রয়েছে পাঁচ-পাঁচটি সন্তান। চার মেয়ে ও এক ছেলে। টিফানি, পিনিলোপ, বিট্রিক্স, অ্যালি ও কিথ।
টুসি দম্পতি নিজেদের যাবতীয় অভিজ্ঞতা, প্রেগনেন্সি টেস্ট, সোনোগ্রাম, অনুভূতি, ভয়-সহ সব অভিব্যক্তি শেয়ার করেছেন।
পাঁচ সন্তানকে নিয়ে কিমের প্রথম ছবি সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নবজাতকদের আশীর্বাদ জানিয়েছেন অনেকেই। মোট সাত সন্তানকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য কিম ও তার স্বামী যাতে একটি ভ্যান কিনতে পারেন, সেজন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কিমের দাদী।
সানবিডি/ঢাকা/আহো