পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের গত তিন প্রান্তিকে (জুলাই,১৫-মার্চ,১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা। এই হিসাবে আগের বছরের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৭ টাকা ৩ পয়সা বা ৩৫৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এই তথ্য বেরিয়ে আসে।
উল্লেখ্য, বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি,১৬-মার্চ,১৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময় এর পরিমাণ ছিল ৮ টাকা ৩৮ পয়সা।