সিবিওটিতে গমের দাম কমে ২১ মাসের সর্বনিম্নে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-২৯ ০৯:৩২:৩৬


শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শুক্রবার গমের দাম কমে ২১ মাসের সর্বনিম্নে নেমেছে। এ নিয়ে শস্যটির দাম টানা সাতদিনের মতো কমল। যুক্তরাষ্ট্রের খাদ্যশস্য উৎপাদন বেল্টে পর্যাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ও পর্যাপ্ত বৈশ্বিক সরবরাহ দাম কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে। এদিকে ভুট্টা ও সয়াবিনের দামও কমেছে লক্ষণীয় মাত্রায়। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে শুক্রবার গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। দিনের মাঝামাঝি সময়ে প্রতি বুশেল লেনদেন হয়েছে ৬ ডলার ৪১ সেন্টে। দিনের শুরুতে প্রতি বুশেলের দাম ৬ ডলার ৪০ সেন্টে নেমে গিয়েছিল, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।

শুষ্ক আবহাওয়ার কারণে খাদ্যশস্য উৎপাদন নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছেন যুক্তরাষ্ট্রের কৃষকরা। এমন সময় পর্যাপ্ত বৃষ্টিপাতের খবর স্বস্তির বার্তা বয়ে এনেছে। সিবিওটিতে শুক্রবার ভুট্টার দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ৬ ডলারে।

এনজে