নড়াইলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৫-১০-১৮ ১৯:৩৮:০০


images (1)নড়াইলে মা ও শিশু মৃত্যু রোধ (এমএনএইচ)প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলা এমএনএইচ কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি নাছিমা খাতুন।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সঞ্জিত কুমার সাহা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসনার ডাঃ আছাদুজ্জামাস মুন্সী, গাইনী বিশেষজ্ঞ ডাঃ মায়া রানী বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।

কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে ইউপি সদস্য, পৌরসভার কাউন্সিলর, ইমাম, পুরোহিতদের ভূমিকা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সানবিডি/ঢাকা/রাআ