বিদেশি হত্যায় খলনায়কের নাম জানা যাবে শিগগির

আপডেট: ২০১৫-১০-১৮ ২০:৩৮:০৩


nasim-hm_87385বিদেশি হত্যার পিছনে খলনায়কদের নাম শিগগির দেশবাসী জানতে পারবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকীতে রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘দুই বিদেশির খুনিদের বিচার করা হবে। যারা খলনায়ক তাদের নামও বাংলাদেশের মানুষ জানতে পারবে’। তিনি বলেন, ‘শেখ হাসিনার যখনই কোন অর্জন হয়, তখনই চক্রান্ত শুরু হয়। যখন জাতিসংঘে প্রধানমন্ত্রী পুরস্কার নিলেন তখনই দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হল’।

খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসুন এটা আমরা চাই। কিন্তু লন্ডনে বসে চক্রান্ত বন্ধ করুন’। তিনি বলেন, ‘যদি সৎ সাহস থাকে তাহলে ২০১৯ সালে নির্বাচনের জন্য প্রস্তুত হন। যতই দাবি করেন না কেন,  একদিন আগেও নির্বাচন হবে না’।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে নাসিম বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় বারবার ক্ষমতায় এসেছে। গোটা দুনিয়া স্বীকার করে শেখ হাসিনা জনগণের অধিকারের জন্য রাজনীতি করে।

এক্ষেত্রে ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছেন দেখে খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে’।

সানবিডি/ঢাকা/রাআ