বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক আপডেট: ২০২৩-০৫-০৪ ২২:১০:৪৫


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। চলতি বৈঠকে সুদের হার বাড়াতে পারেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। মঙ্গলবার (২ মে) সেই আভাস পেয়েছেন বিনিয়োগকারীরা।

তবে এরপরই সেই অবস্থান থেকে সরে আসতে পারে ফেড। এতে দামি ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৮৭ ডলার ৯৩ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯৬ ডলার ৭০ সেন্টে।

আলোচ্য কার্যদিবসে দুই দিনব্যাপী বৈঠকে বসেছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি। আশা করা হচ্ছে, এবার ২৫ বেসিস পয়েন্ট সুদ হার বাড়াতে পারে তারা। এরপরই কঠোর মুদ্রানীতি থেকে সরে আসতে পারে ফেড।

এফএক্সটিএমের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লুকম্যান ওতুনুগা বলেন, বৈঠকে ফেড সতর্ক অবস্থান গ্রহণ করলে ডলার দুর্বল হয়ে যাবে। এতে স্বর্ণের দামে উলম্ফন ঘটবে। সেই প্রত্যাশায় মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেয়েছে।

এএ