ষড়যন্ত্র করতে চাইলে আ.লীগ উপযুক্ত জবাব দেবে
আপডেট: ২০১৫-১০-১৮ ২০:৫৬:৪১
বিএনপি নেত্রী আবারও ষড়যন্ত্র করতে চাইলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, আপনার জনগণের ওপর কোনো আস্থা নেই। আপনার আস্থা বিদেশি প্রভূদের ওপর। আপনার আর কোনো ষড়যন্ত্রই এ দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আবারও ষড়যন্ত্র করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপযুক্ত জবাব দেবে।
হানিফ বলেন, মা-ছেলে (খালেদা-তারেক) যখন লন্ডনে মিলিত হয়। তখনই বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তখনই প্রশ্ন উঠে। এ হত্যাকাণ্ড কেন? বিদেশি হত্যা সাধারণ কোনো ঘটনা নয়। এই হত্যাকাণ্ড রাজনৈতিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করার জন্য। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তে ক্লু বের হয়ে আসছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত গত ৫ জানুয়ারি আগুন সন্ত্রাস চালিয়ে দেড় শতাধিক লোককে হত্যা করেছে। এই অপশক্তি এখনও তৎপর। তাদের ষড়যন্ত্র থেমে নেই। এখন খালেদা জিয়া নতুন ষড়যন্ত্রের পথ খুঁজছেন।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ