ভূতে বিশ্বাস করেন? এই প্রশ্নটা করলে অনেকেই বলবেন ধুস! একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কী পাগলের প্রলাপ বকছেন! ভূত-টূত আবার আছে নাকি! সত্যি তো, এই জমানায় দাঁড়িয়ে ভূতের কথা ভাবাই যায় না।
কিন্তু সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এক জন অশরীরী রাস্তা পার হয়ে চলে যাচ্ছেন। গাড়িতে যেতে যেতে এক ব্যক্তি সেটাই ভিডিও করেন। ভূতে বিশ্বাস করুন বা না-ই করুনস ভিডিওটি দেখলে মনে হবেই তা হলে কি ভূত সত্যিই আছে!
সানবিডি/ঢাকা/আহো
দেখুন ভিডিও
https://youtu.be/0j2k6_TGfYY