জাপানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে টোকিওর উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় ওই কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টোকিও এবং সেইতামা এলাকা কেঁপে উঠেছে। ভূমিকম্পের সময় টোকিওর মেট্রোসেবা সাময়িকভাবে স্থগিত করা হলেও এর চার মিনিট পর পুনরায় চালু হয়।
রুশ সংবাদসংস্থা তাস নিউজ অ্যাজেন্সি বলছে, কম্পনে টোকিওতে এর প্রধান কার্যালয়ের তাক থেকে বই পড়ে গেছে এবং আসবাবপত্র রাখার পাত্রগুলো দুলে উঠেছে। তবে ভূমিকম্প পরবর্তী সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্যও জানা যায়নি।
সানবিডি/ঢাকা/আহো