তুরস্কের ফুটবল সমর্থকদের এমনিতেই পুরো বিশ্বব্যাপী নামডাক রয়েছে দাঙ্গাবাজ সমর্থক হিসেবে। কিছু হলেই মাঠে বসেই বাঁধিয়ে দেয় দাঙ্গা। কিন্তু এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেল তারা। তুর্কিশ লিগ থেকে অবনমন হওয়াতে এস্কিসেহিরস্পোর ক্লাবের সমর্থকরা নিজেদের ক্লাবের স্টেডিয়ামে আগুন ধরিয়ে দেয়।
লিগের শেষ ম্যাচে মেডিপোল বাসাকসেহিরের কাছে ২-১ গোলে হারের সুবাদেই তুরস্কের শীর্ষ লিগ থেকে অবনমন হয়ে যায় এস্কসেহিরস্পোর ক্লাবটি। এতেই ক্ষুদ্ধ হয়ে ওঠে সমর্থকরা। স্টেডিয়ামের ভেতরে নেমে সব কিছুতে আগুন ধরিয়ে দেয়। স্টেডিয়ামে বসার চেয়ার, বিলবোর্ড, প্রেস বক্স সবকিছুতেই আগুন লাগিয়ে দেয় তারা। এর ফলে ৩-৪ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুতই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৫৩ সালে স্টেডিয়ামটি তৈরি করা হয়। কিন্তু আগামী মৌসুম থেকে নতুন স্টেডিয়ামে খেলবে তারা। সেই স্টেডিয়ামে উপস্থিত হয়ে ৩৩ হাজার দর্শক নিজেদের ক্লাবের খেলা দেখতে পারবেন।
সানবিডি/ঢাকা/আহো