৩ উপসচিবকে বদলি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৮ ১৪:৪৬:৩৭

উপসচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। রোববার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ সুলতানাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
এছাড়াও ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. আবুজাফর রিপনকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










