রূপালী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এক কর্মকর্তাসহ দুই জনকে গ্রেফতার করেছে। রোববার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রূপালী ব্যাংক খুলনা সামস ভবন শাখার প্রিন্সিপাল অফিসার নীল কমল মিত্র ও নগরীর কালী বাড়ী রোডের জেএস ট্রেডিংয়ের মালিক ব্যবসায়ী শ্যামা প্রসাদ ঘোষ। এরা একে অপরের যোগসাজশে ব্যাংকের ১৫ লাখ টাকা আত্মসাত করে।
খুলনা জেলা দুদক সূত্রে জানা গেছে, রূপালী ব্যাংক সদর শাখা থেকে ১৫ লাখ টাকা ঋণ নিতে নগরীর কালী রোডের জেএস ট্রেডিংয়ের মালিক শ্যামা প্রসাদ ঘোষ ভুয়া মালিকানাযুক্ত দলিল বন্ধক (মর্টগেজ) রাখেন। তার দলিলপত্র ভুয়া জেনেও ওই ব্যাংকের তৎকালীন ঋণ কর্মকর্তা নীল কমল মিত্র সঠিক বলে প্রতিবেদন দিয়ে ওই ব্যবসায়ীকে ১৫ লাখ টাকা ঋণ পাইয়ে দেয়।
পরে অন্য একটি সূত্র থেকে এ বিষয়ে দুদক অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে। প্রাথমিক তদন্তে বিষয়টি সত্য প্রমাণিত হলে দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হুসাইন খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩১-২৮/০৫/২০১৫।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন সহকারী পরিচালক জানান, ভুয়া দলিলপত্র বন্ধক রেখে আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙের মাধ্যমে ব্যাংকের ১৫ লাখ টাকা আত্মসাত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো