রুপালী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ মে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় এই ব্যাংকের সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ব্যাংকটি গত ১২ মে পর্ষদ সভা করার ঘোষণা দিয়েছিল।
সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই সভা থেকে আসতে পারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা।
উল্লেখ্য, ২০১৪ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৩৫ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস