‘খান’ নিজের নামের সঙ্গে আর এই নামটা রাখতে চাইছেন না মল্লিকা আরোড়া। সম্প্রতি টিভি শো ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’র মঞ্চে নিজেকে মল্লিকা আরোড়া খান নয়. শুধু মল্লিকা আরোড়া বলে সম্বোধন করতে বললেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রের খবর, মল্লিকা টিম ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ র সবাকে তাঁকে মল্লিকা আরোড়া বলে সম্বোধন করতে বলেছেন। আর এই ব্যাপারে নাকি ভীষণ স্ট্রিক বলিউডের এই আইটেম গার্ল।
আপাতত ছেলেদের নিয়ে আলাদা রয়েছে মল্লিকা। বলিপাড়ার খবর, মার্কিন এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন আইটেম গার্ল। সেকারণেই আরবাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি।
সানবিডি/ঢাকা/এসএস