কম বয়সে যৌনতা বিষয়ে ছেলেমেয়েদের অনেকেরই খুব কৌতুহল থাকে। স্কুলগুলোতে এই বিষয়ে পাঠদান যথেষ্ট তথ্যসমৃদ্ধ না হওয়ায় কিশোর-কিশোরীদের এ বিষয়ে পরিষ্কার ধারণা তৈরি হয় না। ফলে, বেশিরভাগ সময়ই যৌন বিষয়ে ভুল ধারণা নিয়ে তারা বড় হয়।
অভিভাবকরা অনেক সময়ই এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। যৌনতা বিষয়ক কোন বিষয়গুলো তাদের শেখানো উচিৎ, আর কোনটি উচিৎ না।
তাই আজকে এ রকম কিছু ভুল বিষয় ধরিয়ে দেয়া হবে যাতে কিশোর-কিশোরী এবং তাদের অভিভাবকরা উপকৃত হবে।
আমি গর্ভধারণ থেকে নিরাপদ: গর্ভধারণ বিভিন্নভাবে হতেই পারে। যদি আপনার সঙ্গী যোনিদ্বারের ভিতরে অথবা দ্বারপ্রান্তে স্পার্ম ফেলে তাতেও আপনি গর্ভধারণ করতে পারেন।
পিরিয়ডের চলাকালীন সময়ে গর্ভধারণ অসম্ভব: অনেক কিশোর-কিশোরীর ধারণা পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সম্পর্ক স্থাপন করলে গর্ভধারণ করার কোনো ভয় থাকে না। এটা একদমই একটা ভ্রান্ত ধারণা। পুরুষদের স্পার্মের আয়ুষ্কাল, একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত। তার মানে আপনার পিরিয়ডের সময় যদি কনডম ব্যবহার না করেন তাহলে গর্ভধারণের একটা আশঙ্কা থেকে যায়।
পিরিয়ডের সময় সেক্স ক্ষতিকর: এটাও একটা ভ্রান্ত ধারণা। গবেষণায় দেখা গেছে, এই সময় যৌন সম্পর্ক আরো বেশি আনন্দদায়ক ও উপভোগ্য হয়। যদিও বিষয়টা নির্ভর করে দুই সঙ্গীর ইচ্ছার ওপর।
সহবাসের পর যৌনাঙ্গ তাড়াতাড়ি ধুয়ে নিলে গর্ভধারণের আশঙ্কা নেই: সহবাসের পরে আপনি যত তাড়াতাড়িই সাবান, শ্যাম্পু, ঠাণ্ডা পানি বা গরম পানি দিয়ে যৌনাঙ্গ ধুয়ে ফেলুন না কেন, তাতে আপনি অপ্রত্যাশিত গর্ভধারণ থেকে নিরাপদ নন। কারণটা খুব সোজা, চোখের পলক ফেলতে যত না সময় লাগে তার চেয়ে দ্রুত গতিতে স্পার্ম আপনার গোপনাঙ্গের ভিতরে ঢুকে যায়। তাই জন্মনিরোধক সামগ্রী ব্যবহার করাই ভাল।
প্রথমবার সহবাসে গর্ভধারণ হয় না: একটি মেয়ে যৌন সম্পর্কের সংস্পর্শে আসলে যেকোনো সময় গর্ভধারণ করতে পারে। আর সেটা প্রথমবার হোক, দ্বিতীয়বার হোক বা একাধিকবার হোক।
স্পর্শ করা উচিৎ নয়: যৌনাঙ্গ শরীরের অন্যান্য অঙ্গের মতই একটি স্বাভাবিক অঙ্গ। তবে যৌনাঙ্গ বেশি সংবেদনশীল হওয়াতে তা অন্যান্য অঙ্গের চেয়ে বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিৎ। তা নাহলে বিভিন্ন জীবানুবাহী রোগ সংক্রমণের আশঙ্কা থাকে বেশি।
পুরুষরা উপভোগ করে বেশি: সেক্স বিষয়ে আমাদের সবচেয়ে ভুল ধারণা হচ্ছে এটি। সেক্স বিষয়ে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, পুরুষদের চেয়ে নারীরা সেক্স উপভোগ করেন বেশি।
প্রথম মিলনে রক্তক্ষরণ: অনেকেই এই বিষয়টা নিয়ে মারাত্মক একটা ভুল ধারণা পোষণ করেন। সতীপর্দা ছিঁড়ে যাওয়ার ঘটনা শুধু প্রথমবার যৌন মিলনে হয় না, আরো অনেক কারণেই হতে পারে। সাইকেল চালানো, ব্যায়াম, সাঁতার বা শারীরিক কোনো আঘাত পেলেও সতীপর্দা ছিঁড়ে যেতে পারে। সুতরাং প্রথমবার যৌন মিলনে রক্তক্ষরণ হবে এটা একেবারেই ভুল ধারণা।
প্রধান কারণ: অনেকেরই ধারণা নিয়মিত হস্তমৈথুন করলে যৌন ক্ষমতা হারিয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, আসলে ব্যাপারটা একদমই এমন নয়। হস্তমৈথুন বিষয়টা একটা স্বাস্থ্যসম্মত পদ্ধতি। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
সানবিডি/ঢাকা/রাআ